বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাটে বালু ব্যবসায়ী আজিজুল ইসলামের বালু উত্তোলনের পাইপ নিয়েযায় উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ। এঘটনায় ওই ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানার সমূখে বসে তাকে মারধর করেছে ওই ছাত্র নেতা ও তার সাথে ৪-৫জনের একটি দল এমন অভিযোগ উঠেছে ।
অভিযোগ ও বিলম্ব স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা গ্রামের আকবর হোসেনের ছেলে আজিজুল ইসলাম পয়সারহাটে দীর্ঘদিন ধরে বালু উত্তোলনের ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার দুপুরে পয়সারহাট আজিজুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে থেকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের নিদের্শে অনুসারী হাফিজুর রহমানের নেতৃত্বে ৪-৫ জন গিয়ে ১শত পিচ বালু উত্তোলনের পাইপ দাবী করেন। ব্যবসায়ী আজিজুল পাইপ দিতে অস্বীকৃতি করলে তারা ৫ লক্ষ টাকা মুল্যের ১শত পিচ পাইপ জোরপূর্বক ভ্যানে ভরে নিয়ে আসে। এঘটনায় শুক্রবার সকালে বালু ব্যবসায়ী আজিজুল ইসলাম ৫জনের নাম উল্লেখ করে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দিতে আসলে থানার সামনে বসে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের নেতৃত্বে ৪-৫ জনের একটি দল বালু ব্যবসায়ী আজিজুলকে মারধরকরে গুরুতর আহত করে। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসা করায়।
বালু ব্যবসায়ী আজিজুল ইসলাম বলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল আমার কাছে বালু উত্তোলনের জন্য পাইপ চেয়েছিল। আমি দিতে রাজি না হওয়ায় তারা জোর করে ১শত পিচ পাইক নিয়ে যায়। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিতে গেলে আমাকে মারধর করে।
এব্যাপারে অভিযুক্ত উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদ সাংবাদিকদের বলে, বালু ব্যবসায়ী আজিজুলর আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। তার পাইপ ও তাকে মারধরের ব্যাপারে আমি কিছুই যানি না।
এব্যাপারে আগৈলঝাড়া থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুশংকর মল্লিক বলেন, থানার বাহিরে কি হয়েছে তা আমার জানা নাই। আমাদেরকে কেউ জানানাই। কেউ যদি লিখিত অভিযোগ করে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।