রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ব্রি- দানাদার ইউরিয়া সার প্রয়োগযন্ত্রের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১ টায় বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা কৃষক মান্নান শেখের বাড়ী আঙ্গিনায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিপিইউএপি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোঃ মোজাম্মেল হক প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় মাঠ দিবসে কৃষক - কৃষানী ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।