দিঘলিয়া উপজেলার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে বাংলাদেশ স্কাউট খুলনা আঞ্চলিকের পিএস ও শাপলা দলের মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এ পরীক্ষায় খুলনা মেট্রো ও দিঘলিয়া-তেরোখাদার স্কাউট সদস্যরা এ বাছাই পরীক্ষায় অংশ গ্রহণ করে। ধাপে ধাপে এ বাছাই পরীক্ষা পর্বগুলো চলবে। প্রাথমিকের শাপলা ও মাধ্যমিকের পিএস এ দুটো গ্রুপ থেকে বাছাই পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আঞ্চলিকভাবে ধাপে ধাপে এ বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শাপলা গ্রুপ থেকে ১৭ জন এবং পিএস গ্রুপ থেকে ৫৪ জন স্কাউট মূল্যায়ন পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। চূড়ান্ত পরীক্ষায় যারা নির্বাচিত হবে তারা প্রেসিডেন্ট ও প্রধান মন্ত্রীর নিকট থেকে সার্টিফিকেট ও এ্যাওয়ার্ড পাবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট খুলনা জেলা কমিশনার সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরহাদ হোসেন, এলটি লিডার ট্রেনার ও সহ সভাপতি খুলনা অঞ্চল বাংলাদেশ স্কাউট হায়দার আলী বাবু, বাংলাদেশ স্কাউট খুলনা মেট্রো সভাপতি সেখ সিরাজ হোসেন, এএলটি বাংলাদেশ স্কাউট খুলনা খুলনা অঞ্চল মোঃ আব্দুর রশীদ প্রমুখ।