কোরআন হাদিসের আলোকে খতিব ও ইমামদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে পার্বতীপুর উপজেলার ৩ ইউনিয়নের ৫৬ খতিব ও ইমাম নিয়ে দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টায় খতিব ও ইমাম সম্মেলনের আয়োজন করে উপজেলার মন্মথপুর কেন্দ্রীয় ঈদগাহ্ কার্যনির্বাহী কমিটি। মন্মথপুর কেন্দ্রীয় ঈদগাহ্ কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তফা আনোয়ার হোসনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোফাইবার গ্রুপ ঢাকার নির্বাহী পরিচালক প্রধান অতিথি আলহাজ্ব সরদার রশিদ আহমেদ (আজাদ)। খতিব ও ইমাম সম্মেলনে প্রধান আলোচক ছিলেন বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা ও পিএইচডি গবেষক আলহাজ্ব মাওঃ মোঃ সাইফুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন মন্মথপুর কেন্দ্রীয় ঈদগাহ্ খতীব আলহাজ্ব হযরত মাওঃ ইব্রাহিম খলীল লক্ষীপুরী, গোবিন্দপুর বায়তুল আমান ফাযিল মাদ্রাসা সহ-অধ্যাপক মাওঃ আব্দুল জলীল মোল্লাহ্, বায়তুল আমান ফাযিল মাদ্রাসার সহ-মাওলানা শিক্ষক, (অবঃ) মাওঃ মোঃ আব্দুল মোতালেব, ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা মুফাসসির মাওঃ সাইদুজ্জামান, মন্মথপুর আইডিয়াল ডিগ্রী কলেজের সহ-অধ্যাপক মিজানুর রহমান, ভবেরবাজার জামে মসজিদ খতীব আব্দুর রাজ্জাক ও কাস্টমস অফিসার সাইদুর রহমান সাগর। সঞ্চালনার দায়িত্বে ছিলেন পার্বতীপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান।
খতিব ও ইমাম সম্মেলনে বক্তারা বলেন, একজন ইমাম কিংবা খতিব মর্যাদা ও পদাধিকারে সমাজের সর্বপ্রধান ব্যক্তি। বর্তমান দেশের সমাজবাস্তবতায় তাদের নেই কোনও সামাজিক ক্ষমতা ও যথাযোগ্য নেতৃত্ব। আজকের প্রচলিত সমাজ ব্যবস্থায় যারা নেতৃত্বের আসনে থাকেন কিংবা মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বে থাকেন তাদের দ্বারা ইমাম-খতিবগন নানা ক্ষেত্রে অপমান, অবমূল্যায়ন ও অবহেলার শিকার হন।