মুন্সীগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের উপদেষ্টা লেখক, গবেষক ডক্টর সাইদুল ইসলাম খান অপু'র মা হামিদা বেগম আর নেই। শনিবার সকাল ৯ টা ২০ মিনিটে শারীরিক অসুস্থতা ও বার্ধক্য জনিত কারণে নারায়নগঞ্জের কাশিপুর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না আলাইহি রাজিঊন)। সে সিরাজদিখান উপজেলার রাজদিয়া খানবাড়ির মরহুম মোস্তাফিজুর রহমান খানের স্ত্রী।
মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি ৫ ছেলে ও ৩ মেয়ের জননী। তিনি আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার বাদ আসর কাশিপুর ঈদগাহ ময়দানে জানাজা শেষে বিকাল সাড়ে ৪ টায় পাশেই কাশিপুর বড় কবরস্থানে দাফন করা হয়েছে।
শোক প্রকাশ ও সমবেদনাা জানিয়েছেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ-ই হাসান তুহিন, বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, সিরাজদিখান প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহমুদ হাসান মুকুট ও বিক্রমপুর রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক কেএম সবুজসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।