পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডঃ একেএম সেলিম রেজা হাবিব বলেছেন অনিয়ম এবং দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করা একজন এমপি, মন্ত্রী বা রাজনৈতিক নেতার উদ্দেশ্য হতে পারেনা। রাজনীতি করার প্রকৃত উদ্দেশ্য হতে হবে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। অথচ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অধিকাংশ এমপি, মন্ত্রী এবং রাজনৈতিক নেতারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা ভুলে প্রতিপক্ষের উপর স্টিম রোলার চালানোর পাশাপাশি অনিয়ম এবং দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা উপার্জন করেছে। গতকাল শনিবার দুপুরে পাবনার সুজানগরের তাঁতীবন্দ ইউনিয়ন বিএনপির উদ্যোগে উক্ত ইউনিয়নের পোড়াডাঙ্গা হাজী এজেম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তাঁতীবন্দ ইউনিয়ন বিএনপি নেতা আলহাজ্ব আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু ও পাবনা জেলা আইনজীবী ফোরামের সভাপতি এডঃ আরশেদ আলম (জিপি)। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আহম্মদ আলী প্রামাণিক, বাকীবিল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সদস্য সচিব রিয়াজ মন্ডল, সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল আলম বাবু, প্রভাষক মনিরুজ্জামান মনি, যুবদল নেতা সুজাউদ্দিন, উপজেরা ছাত্রদল নেতা গাজী মাজহারুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা এসএম আফতাব ও আরাফাত ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদল নেতা এরশাদ আলম।