ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পাগলা থানার কান্দিপাড়া বাজারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কবির সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সদস্য বারেক পাহলোয়ান, কৃষকদল নেতা ফেরদৌস আলম, জেলা দক্ষিণ যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকদল নেতা মো. শাহজাহান, এনাম মাষ্টার প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা কবির সরকার বলেন, স্বৈরাচার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় সন্ত্রাসীরা আবারো মাথাচাড়া দিয়ে উঠছে। বিএনপি প্রভাবশালী নেতার ছত্রছায়ায় পাগলা থানার শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্ট করছে। এসময় তিনি ঐ নেতাকে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ার আহবান জানান।
বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা তাদের বক্তব্যে স্থানীয় লোকজনকে সন্ত্রাসী চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে চিহ্নিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার আহবান জানান।