রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৬ জুয়াড়িকে আটক করেছে আরএমপির কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: আ: আহাদ ঝন্টু (৫০), মো: সাজেমুল ইসলাম (৬০), মো: রিপন হোসেন (৩৫), মো: বাবু হোসেন (৪৫), মো: মাবুদ শেখ (৪৫) ও মো: রাসেল (৪১)। তাঁরা সকলেই রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার এলাকার বাসিন্দা। শুক্রবার দিবাগত রাত ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশের টিম থানার গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর কাশিয়াডাঙ্গা থানায় মামলার পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।