শুক্রবার ১৫ নভেম্বর সন্ধ্যা ৭টায় দিনাজপুরের কাহারোল উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের অবস্থিত ঐতিহাসিক কান্তজিউ রাসমেলা মাস ব্যাপী উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কাহারোল উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দীন, কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রহুল আমীন, ট্রাস্টি সভাপতি রনজিৎ কুমার সিংহ, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা ও সাধারন সম্পাদক মোঃ শামীম আলী, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বাকসী বাচ্চু ও সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল ও বিএনপি নেতা মোঃ মতিয়ার রহমান।