গতকাল শনিবার সকাল ১১টায় দিনাজপুরের কাহারোল উপজেলার সেতাবগঞ্জ সুগারমিলের কান্তা ইক্ষু খামার পরিদর্শন করেছেন, শিল্প মন্ত্রণালয়ের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এসময় সঙ্গে ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প বিভাগের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প সচিব মোঃ নুরুল কবির দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম, সেতাবগঞ্জ সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষি বিদ মোঃ আবুল বাসার ও কাহারোল উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দীন ও কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রহুল আমীন প্রমুখ।