ময়মনসিংহের গফরগাঁওয়ে আলোর পথ ইসলামিক পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার উপজেলার ডিক্রিভূমি মৃধা বাজারে পাঠাগার শুভ উদ্বোধন করেন মঙ্গলবাড়িয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা এস. এম ইউসুফ।
বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাগলা থানা জামায়াতের আমির মাওলানা ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও স্বদেশ হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামছুদ্দোহা মাসুম। প্রধান আলোচক ছিলেন গফরগাঁও উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন সোহেল।
সভাশেষে ইসলামী সংগীত পরিবেশন করেন ময়মনসিংহের নোঙর শিল্পী গোষ্ঠী শিল্পীরা।