একজন সৎ সাহসী দক্ষ কর্মবীর ইউএনও মো. মেজবা উল আলম ভূঁইয়া। পদোন্নতি জনিত কারণে গত বৃহস্পতিবার সরাইল থেকে বিদায় নিয়েছেন। তবে কথা রেখেছেন তিনি। উনাক সম্মানিত ও পুরস্কৃত করে কথা রেখেছেন সরাইলবাসীও। যোগদানের প্রথম দিন সরাইল প্রেসক্লাবের প্রতিনিধি বলেছিলেন আজকে আপনাকে (ইউএনওকে) সুযোগ্য সুদক্ষ বলে তেল দিব না। কারণ আমি আপনার কর্ম দেখিনি জানিও না। কর্মকাল শেষ করে যাওয়ার সময় হয়তো ফুল আর সম্মানে ভাসবেন। নতুবা মানুষ মুঁছকি হেঁসে স্বস্থিবোধ করবে। না আপনি কথা রেখে প্রথমটিই অর্জন করে নিয়েছেন। নিজের মেধা সততা ও দক্ষতা দ্বারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটি ছাত্রের মন জয় করতে পেরেছিলেন। বিনিময়ে তারা আপনাকে হৃদয় খুলে দিয়েছে ভালোবাসা। সরাইলবাসী আপনার কাছে কৃতজ্ঞ। বিদায় বেলায় কাঁদিয়েছেন তাদেরকে। তারা আপনাকে বিনিময় হিসেবে শ্রদ্ধা আর সম্মান জানাতে বিন্দু পরিমাণ কৃপণতা করেনি। নিরলস ভাবে আপনাকে সরাইলের মানুষ একাধারে ৪-৫ দিন ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। বিরতিহীন ভাবে জানিয়েছেন সংবর্ধণা। সর্বশেষ আপনাকে সংবর্ধণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার অভিভাবক জেলা প্রশাসক মহোদয়। সরাইলের স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্পূর্ণ সাদামাটা প্রকৃতির এই মানুষটি ২০২৩ খ্রিষ্টাব্দের ১১ ডিসেম্বর সরাইলে যোগদান করেছিলেন। সময় গড়ানোর সাথে উনার দায়িত্ব পালনের চিত্র পরিবর্তন হতে থাকে। শুধু উপজেলা প্রশাসনিক ও সাধারণ মানুষের মৌলিক সেবায় সাফল্য অর্জন করেননি তিনি। তিনি নদী/ ভূমির দখলদার, মাদকাসক্ত/ ব্যবসায়িদের বিরূদ্ধে ব্যবস্থা, খাল ও নদী ভরাট প্রতিরোধ, ফসলি জমির মাটি কাটা, পরিবেশ আইন আমান্য করে ফসলি জমির মাটি কাটা, সরকারি খাল ভরাট, সামাজিক নিরাপত্তা বেষ্টনির কাজের স্বচ্ছতা নিশ্চিত করণে ব্যবস্থা ও স্বেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় এনজিও গুলোর পরিদর্শনে গুরূত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। উপজেলার গুরূত্বপূর্ণ ডেভেলপমেন্ট, প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার ক্ষেত্রে অভানীয় কাজ করেছেন। জন্ম নিবন্ধনের বিভিন্ন ধরণের জটিলতা তড়িৎ নিরসন করে গ্রাম এলাকার মানুষের মনে জায়গা করে নিয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবস্থাপনা ও প্রশাসনিক ক্ষেত্রে পরিপক্কতার স্বাক্ষর রেখেছেন তিনি। উপজেলা প্রশাসন চত্বরের কোন অফিসে হামলা বা ভাংচুর করেনি আনোদালনকারীরা। হামলা করেনি থানা কমপ্লেক্সেও। রাজপথে শ্বশরীরে দাঁড়িয়ে থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের পাহাড়া দিয়েছেন। আন্দোলনের পর ছাত্রদের সাথে উনার গভীর সম্পর্ক তৈরী হয়। কোন কাজে অর্থের প্রতি সামান্যতম লোভ লালসা ছিল না উনার। ঘুষ গ্রহনকারীরা উনার ভয়ে সর্বক্ষণ তটস্থ থাকতো। চলমান নভেম্বর মাসের প্রথম সপ্তাহেই পদন্নোতি জনিত কারণে লক্ষীপুর জেলার এডিসি হন তিনি। বদলির খবর প্রচারে সরাইলের সর্বস্তরের মানুষ যেন থমকে দাঁড়ায়। কি যেন হারিয়ে ফেলছেন তারা। উনার কর্মের প্রতিদান দিতে ব্যস্ত হয়ে পড়েন সকলেই। শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস/ প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও সংগঠন বিরামহীন ভাবে ফুলেল শুভেচ্ছা জানাতে থাকেন। নিয়মতি একাধারে চলে সংবর্ধনা অনুষ্ঠান। সরাইলের বিভিন্ন পর্যায়ের লোকজনের বক্তব্য হচ্ছে-আমরা একজন সৎ যোগ্য নিরহংকার নির্লোভ সাহসি কর্মবীরকে হারালাম। উনি ছিলেন সত্যিকারের একজন সেবক। অনেকটা আবগতাড়িত হয়ে বিদায়ি মো. মেজবা উল আলম বলেন, সরাইলের মানুষ সকল ক্ষেত্রেই অত্যন্ত আন্তরিক। আমার এই ১০-১১ মাসের কর্মকালে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারি, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতায় সকল ক্ষেত্রে সফল হতে পেরেছি। বিদায় বেলায় বুঝতে পেরছি তারা অল্প সময়ে আমাকে কতটা আপন করে নিয়েছিলেন। তাদের এই আন্তরিকতা ভালবাসা ও সহযোগিতা আমার ভবিষ্যৎ কর্ম জীবনে পথ দেখাবে।