কয়রা উপজেলার ঐতিহ্যবাহি বিদ্যাপিঠ বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন দৈনিক দেশের কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বেলা ১১ টায় বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময দেশের কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেনকে বিদ্যালযের শিক্ষকরা ফুলেল শুভেচছা জানান। পরে দেশের কন্ঠের সম্পাদক শিক্ষকদের উদ্দেশ্য বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য প্রদান করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, শিক্ষক অতিন্ত কুমার সরকার, দিপক কুমার মিস্ত্রি, হেনা রানী মন্ডল, অজয় কুমার মিস্ত্রি, ইসমাইল হোসেন প্রমুখ। মতবিনিময় সভা শেষে দেশের কন্ঠ পত্রিকার সম্পাদক মোঃ আলমগীর হোসেন বিদ্যালয়ের বিভিন্ন শ্রেনী কক্ষ পরিদর্শন করে সুন্দর পরিবেশ দেখে সন্তোশ প্রকাশ করেন।