“কাবিং করবো, সুশৃঙ্খল জীবন গড়বো,, এই দৃঢ় প্রত্যয়কে মনে প্রাণে লালন এবং ধারণ করে পাবনার সুজানগরে ৫দিনব্যাপী দ্বিতীয় উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে বাংলাদেশ স্কাউটস সুজানগর উপজেলা শাখার উদ্যোগে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা কাজী আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোহাম্মদ ঈসা, বাংলাদেশ স্কাউটস সুজানগর উপজেলা শাখার ভারপ্রাপ্ত কমিশনার দিলীপ কুমার বিশ্বাস, বাংলাদেশ কাব ক্যাম্পুরীর পর্যবেক্ষক এএলটি এনামুল হক ও বাংলাদেশ স্কাউটস সুজানগর উপজেলা শাখার অর্থ সম্পাদক মোঃ নবাব আলী। অনুষ্ঠান পরিচালনা করে বাংলাদেশ স্কাউটস সুজানগর উপজেলা শাখার সম্পাদক মোঃ আখতারুজ্জামান জর্জ। উল্লেখ্য যে, ৫দিনব্যাপী ওই কাব ক্যাম্পুরীতে উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয় কাব দল অংশ নেয়।