খুলনার ফুলতলা রেলস্টেশনে ট্রেন স্টপেজ এর দাবিতে শুক্রবার বিকালে স্টেশন চত্বরে এলাকাবাসির উদ্যোগে এক সমাবেশ সাবেক শ্রমিক নেতা মোঃ ইদ্রিস আলী সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মোঃ সেলিম হোসেনের পরিচালানায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সকল ট্রেন যাত্রা বিরতি আয়োজক কমিটির আহবায়ক মোঃ ইকতিয়ার উদ্দিন সরদার, সাবেক শ্রমিক নেতা আব্দুল মজিদ মোল্যা, এ্যাড. কালিপদ দাস, অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, অধ্যাপক নাসির উদ্দিন ফারাজি, আবু তালেব সরদার, অধ্যাপক সুব্রত কুমার বিশ্বাস, সিনিয়র প্রভাষক মাজহারুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মোঃ আকতার সরদার, মোঃ জাহাঙ্গীর সরদার, আঃ জলিল শেখ, মোঃ আকবর সরদার, এস এম মোফাজ্জেল হোসেন, হাফেজ আজগর আলী প্রমুখ। সভায় বক্তারা দ্রুত সময়ের মধ্যে ফুলতলা রেল স্টেশনে সকল ট্রেনের যাত্রা বিরতির মাধ্যমে পূর্ণাঙ্গ স্টপেজ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।