বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনার ফুলতলা উপজেলা শাখার কর্মী সম্মেলন আজ (শনিবার) বিকালে স্থানীয় ডাবুর মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক মাওঃ আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও খুলনা জেলা আমির মাওঃ এমরান হুসাইন, জেলা সেক্রেটারী মুন্সী মিজানুর রহমান। সভাপতিত্ব করবেন ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্যা। এ ব্যাপারে উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্যা বলেন, ফুলতলা উপজেলার দামোদর, ফুলতলা ও জামিরা ইউনিয়ন নিয়ে আমাদের সাংগঠনিক শাখা। কর্মী সম্মেলনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে স্বতঃফূর্তভাবে এ সম্মেলনে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ।