বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ভাটের মাধ্যমে জনগণ ঠিক করবে তারা কোন দলকে নির্বাচিত করবে। তাই আমাদের দলের প্রতিটি নেতাকর্মীকে বলবো জনগণের সুবিধা অসুবিধা সেন্টিমেন্ট দেখে জনগণের সাথে থেকে কাজ করতে হবে। জনগণের বিরুদ্ধে যায় দলের বদনাম হয় কোন ধরনের অনিয়ম আমরা হতে দেব না। শুক্রবার (১৫ নভেম্বর) বিকালে চাঁদপুর সদর উপজেলা বহরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন যৌথভাবে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, গত ১৫ বছর লক্ষীপুর ইউনিয়ন বাংলাদেশের ইতিহাসের একটি কলঙ্কিত নাম ছিল এই ইউনিয়নের সন্তান বালুখেকো। সে গত ১৫ বছরে যত মামলা, হামলা হয়েছে সেই বালু খেকো ছিল কালেক্টর। ফ্যাসিবাদের দোষররা এই দেশ থেকে পালিয়েছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি কোন অফিসে না টানানো হলে শাস্তি হবে এই রায় যে বিচারক দিয়েছিলো সেই বিচারকও পালিয়েছে। শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, হাইব্রিডদের বিচার এ বাংলার মাটিতে হবে। খালেদা জিয়া জনগনের নেত্রী। তারেক রহমান জনগনের নেতা। আমাদের কোন হাইব্রিডের প্রয়োজন নেই। বিএনপির কোন নেতার বিরুদ্ধে রক্ত চক্ষু দেখাবেন, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাসহ যত ব্যবস্থা আছে নেয়া হবে। লক্ষীপুর ইউনিয়নে কোন মাদক ব্যবসায়ী, ইভটিজার থাকবে না। অন্যায়ের প্রতিবাদ করতে হবে। সকলের সহযোগিতায় লক্ষীপুর ইউনিয়নকে মডেল হিসেবে গড়ে তোলা হবে। মানিক বলেন, অন্তবর্তী সরকারকে প্রশাসনকে সহযোগিতা করতে হবে। জনগনের কল্যানে কাজ করতে হবে। বিএনপির নেতা-কর্মীর হাতে জনগন কোন ধরনের হয়রানি হতে দেয়া হবে না। কেউ যদি এমন কর্মকান্ডে জড়িত থাকেন, তাহলে ছাড় দেয়া হবে না । তিনি বলেন, বিএনপি গত ১৫টি বছর একটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চেয়ে আসছে। অন্তর্র্বতীকালীন সরকারকে বলছি,যত তাড়াতাড়ি নির্বাচন কমিশন সহ অন্যান্য সংস্কার করে নির্বাচন দিন। খালেদা জিয়ার তারেক রহমান সকলের সাথে আলাপ আলোচনা করে যে সিদ্ধান্ত দিবে আমরা দলের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করব। জেলা বিএনপির সভাপতি বলেন, নির্বাচনে আমাদের শত্রু অনেকেই। আগে মসজিদে বইসা নিজের নাম ফুটাইত এখন তারা বড় স্টেক হোল্ডার হয়ে গেছে। আমরা তাদের দেখেছি আওয়ামী লীগের লোকদের সাথে থেকে কোর্টে জামিন চাইতো। মামলায় আমাদের দলের শত শত নেতাকর্মীকে আসামি করা হতো আর তাদের থাকতো মাত্র দুই তিন জন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক হযরত আলী ঢালী। দলীয় সাংগঠনিক আলাপ আলোচনার জন্য তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে সভাটি মতবিনিময় সভা হলেও নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের মানুষের ব্যাপক উপস্থিতিতে সেটির রূপ নেয় জনসভায়। লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নূরুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শহীদ বেপারীর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অ্যাডঃ জাকির হোসেন ফয়সাল,যুগ্ম সম্পাদক মোঃ আলী খান, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সাগর,জেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম জমাদার,সদর উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম নজু,যুগ্ম আহবায়ক আঃ মান্নান খান কাজল,যুগ্ম সম্পাদক জুলহাস জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী,সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ,সাধারণ সম্পাদক পারভেজ খান,লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব দাদন খান, সাবেক সভাপতি আব্দুল মান্নান খান,ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সফিকুর রহমান খান সফু মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ গফুর বেপারী, সুমন ঢালী, মোঃ তৈয়ব আলী খান, ইউনিয়ন যুবদলের সভাপতি নুরু পাটওয়ারী,সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়েজ বেপারী,সাধারণ সম্পাদক খোরশেদ মিজি,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহিন পাটওয়ারী, সাধারণ সম্পাদক তানভীর রাসেল, মহিলা দলের সভাপতি শাহিদা বেগমসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিদ্দিক ভুঁইয়া।