ময়মনসিংহের গফরগাঁওয়ে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ শিক্ষক সমিতি, গফরগাঁও উপজেলা শাখার আয়োজনে উপজেলার মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকাগণের সাথে সকাল ১০টায় স্থানীয় মডার্ন কোচিং সেন্টার হলরুমে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। গফরগাঁও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এস. এম মোমতাজ উদ্দিন। এসময় বক্তব্য রাখেন মারুফ আহমেদ, মকবুল হোসেন, খলিলুর রহমান, নাজমুল হক প্রমুখ।