ময়মনসিংহের গফরগাঁওয়ে মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে মোঃ নাসিম (১৮) নামে মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের মাখল-কালদাইর সড়কে জাঙ্গালিয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত নাসিম মাখল জাঙ্গালিয়া পাড়া গ্রামের মোঃ জসিম মিয়ার ছেলে। পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।