“বন্ধনই শক্তি”এই শ্লোগানকে সামনে নিয়ে আর্ত-মানবতার সেবায় নানামূখী কাজ করে চলেছে ঢাকাস্থ মণিরামপুর সমিতি। এরই অংশ হিসেবে যশোর-খুলনার দুঃখ হিসেবে খ্যাত ভবদহ অঞ্চলে পানিবন্দী বন্যা কবলিত মানুষের স্বাস্থ্য সেবায় এগিয়ে এলো ঢাকাস্থ মণিরামপুর সমিতি। জানা গেছে, দীর্ঘদিন পানিবন্দী বন্যা কবলিত কমপক্ষে ১০ হাজার মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার লক্ষ্যে ঢাকা থেকে ছুটে এসেছেন কমপক্ষে ৪৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক। মণিরামপুর সমিতির উদ্যোগে শুক্রবার সকালে স্বাস্থ্যসেবা মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় উপজেলার ভবদহ অঞ্চলের কালিবাড়ী শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে। সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সমিতির নেতা অধ্যাপক ডঃ হুমায়ুন কবির, ডাঃ বুলবুল কবীর, আব্দুল্লাহ আল মামুন, শফিকুল বারী, কাজী জহুরুল হক বুলবুল, আব্দুল কাদের, আমিনুর রহমান প্রমূখ। সমিতির সাধারন সম্পাদক ড. মোঃ মিজানুর রহমান বলেন, মণিরামপুর সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত-মানবতার সেবায় নানামুখী কাজ করে চলেছি। ভবদহ অঞ্চলে পানিবন্দী মানুষের বিনামূল্যে স্বাস্থ্য সেবা েেপৗছে দেওয়ার লক্ষ্যে পানিবন্দী নেহালপুর কালীবাড়ি শাহিদা সুলতানা বালিকা বিদ্যালয় ও নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন মেডিকেল ক্যাম্পে ঢাকার ৪৭ জন বিশেষজ্ঞ ডাঃ শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী বিনামূল্যে অন্ততঃ ১০ মানুষের চিকিৎসা, পরীক্ষা- নিরীক্ষা এবং ঔষধ সেবা প্রদান করা হবে।