বরগুনা জেলা বিএনপির কার্যালয় নতুন রুপে সংস্কার হওয়ায় শুক্রবার বিকেলে বরগুনা নদী বন্দর চত্বরে মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বি এনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা -২ আসনের সাবেক এমপি নূরুল ইসলাম মণি, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাড. নুরুল আমিন,৷ সাবেক সহসভাপতি ফজলুল হক মাস্টার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজবুল কবির। উপস্থিত ছিলেন বিভিন্ন উপজেলার বিএনপি নেতৃবৃন্দ। সভায় প্রধান অতিথি নূরুল ইসলাম মণি বলেন, শেখ হাসিনার আমলে গনতন্ত্র ধবংস করে দিয়েছে। ভোটের অধিকার হরন করেছিল। শেখ মুজিবের আমলে মাত্র ৪ টি পত্রিকা ছিল। পরে নেতা কর্মিদের নিয়ে জেলা বিএনপির সংস্কারকৃত কার্যালয় উদ্বোধন করেন নূরুল ইসলাম মণি।