সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের পুকুরের পানিতে ডুবে সাফওয়ান হোসেন (২) নামেরর এক শিশু মারা গেছে। নিহত সাফওয়ান উপজেলার কাবিলপুর ইউপির ২নং ওয়ার্ডের কড়া হাজ্বী চৌকিদার বাড়ির সাকিব হোসেন প্রকাশ সজিবের ছেলে।শুক্রবার দুপুর ২টার দিকে পরিবারের লোকজন রান্নার কাজে ব্যস্ত থাকায় শিশুটি পরিবারের অজান্তে খেলা করতে ঘর থেকে বের হয়ে পাশ্ববর্তী পুকুরের পানিতে ডুবে মারা যায়। দীর্ঘক্ষনেও শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজিরএক পর্যায়ে পুকুরের পানিতে মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।তার মৃত্যুথে পরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এব্যাফারে যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ(ওসি)এসআমে মিজানুর রহমান জানান, এবিষয়ে থানায় কেউ অবহিত করেনী।