এখনও দুই মাসও হয়নি শ্রীলঙ্কার সাবেক ব্যাটার দুলিপ সামারাবিরা ২০ বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে থেকে। এবার অস্ট্রেলিয়ায় অন্য এক নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণের দায়ে আরও ১০ বছরের জন্য নিষেধাজ্ঞা পেলেন তিনি। অস্ট্রেলিয়ার এক নারী ক্রিকেটারের সঙ্গে অসঙ্গত আচরণের দায়ে গত ১৯ সেপ্টেম্বর সামারাবিরাকে ২০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল। তবে এবার আরেক অস্ট্রেলিয়ান নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণের দায়ে সামারাবিরাকে আরও ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে সিএ। এই সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, রাজ্য অ্যাসোসিয়েশনগুলো, বিগ ব্যাশ বা নারীদের বিগ ব্যাশ, কোথাও তিনি কোনো ধরনের কাজ করতে পারবেন না ২০৪৪ সাল পর্যন্ত। ততদিনে তার বয়স হবে ৭২ বছর। সামারাবিরা অস্ট্রেলিয়ার নতুন যে নারী ক্রিকেটারের সঙ্গে অনুপযুক্ত আচরণের দায়ে আরও ১০ বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন তা তার আগের ২০ বছরের সঙ্গে বাড়তি যোগ হবে না, বরং এর মধ্যেই থাকবে। এর আগে ১৯৯৩ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত শ্রীলঙ্কার হয়ে সাত টেস্ট ও পাঁচ ওয়ানডে খেলেছেন সামারাবিরা। ঢাকার ক্লাব ক্রিকেটেও তখন তিনি ছিলেন বড় নাম। অনেক স্মরণীয় ইনিংস তিনি উপহার দিয়েছেন ঢাকা লিগে। পরে তিনি অস্ট্রেলিয়ায় পাড়ি জমান এবং কোচিংয়ে নাম লেখান। ব্যক্তিগত কোচিং করানোর পাশাপাশি তিনি প্রায় ১৬ বছর কাজ করেছেন ক্রিকেট ভিক্টোরিয়ার উইমেন’স প্রোগ্রামের কোচ হিসেবে। দুলিপ সামারাবিরার ছোট ভাই থিলান সামারাবিরা ক্রিকেট বিশ্বে আরও অনেক বেশি পরিচিত নাম। শ্রীলঙ্কার হয়ে ৮১ টেস্ট ও ৫৩ ওয়ানডে খেলেছেন তিনি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা ছাড়াও নানা দলে দায়িত্ব পালন করেছেন তিনি।