জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করেছেন। গতকাল শুক্রবার বাদ জুম্মা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড.এ এসএম আমানুল্লাহ ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শহীদ আবু সাঈদের কবর জেয়ারত এর উদ্দেশ্যে পীরগঞ্জের বাবনপুর গ্রামে পৌছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর প্রফেসর ড.এ এসএম আমানুল্লাহ ও পরে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এরপর দু’জন যৌথ ভাবে শহীদ আবু সাইদের কবর জেয়ারত করেন এবং তার পরিবারের সাথে কুশল বিনিময় করেন। কবর জেয়ারত শেষে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেন,শহীদ আবু সাঈদ নিহত হওয়ার পরও অনেক সাংবাদিক টিভি টকশোতে আওয়ামী ফ্যাসিষ্টের পক্ষ নিয়ে কথা বলেছে এবং তেলবাজী করেছে। তাদেরকে বিচারের আওতায় আনা হবে। সে সঙ্গে তিনি যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাঈদের নামে নামকরনের দাবি জানান।