জেলার বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুকে অবরুদ্ধ করে তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। পরবর্তীতে অবরুদ্ধ অবস্থা থেকে ইউপি চেয়ারম্যানকে থানা পুলিশ উদ্ধার করে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছেন। এর আগে ইউপি চেয়ারম্যান অভিযোগ করেন, বৃহস্পতিবার বিকেলে চাখার বাসষ্ট্যান্ড এলাকায় তাকে অবরুদ্ধ করা হয়। এসময় তিনি আত্মরক্ষার্থে স্থানীয় একটি ব্যাংকের মধ্যে আশ্রয় গ্রহণ করে থানার ওসিকে ফোন করে তাকে উদ্ধারের অনুরোধ করেন। সন্ধ্যায় ওসি এসে তাকে উদ্ধার করেছেন। এরপূর্বেই তার ব্যবহৃত মোটরসাইকেলটিতে অগ্নিসংযোগ করা হয়।
ইউপি চেয়ারম্যান আরও অভিযোগ করেন, চাখার ইউনিয়ন যুবদল নেতা মনির সরদার, তার ছেলে নিহাল সরদার ও উপজেলা ছাত্রদলের বহিস্কৃত আহবায়ক রুবেলের নেতৃত্বে ২০/২৫ জনে এ ঘটনা ঘটিয়েছে। একই ব্যক্তিরা গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হওয়ার পর চাখার ইউনিয়ন পরিষদে প্রবেশ করে ইউপি চেয়ারম্যান সৈয়দ মজিবুল ইসলাম টুকুর ওপর হামলা চালিয়েছিলো। বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা জানান, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মজিবুল ইসলাম টুকুকে বিএনপির কিছু নেতাকর্মী ধাওয়া করে। এসময় তিনি স্থানীয় একটি ব্যাংক কার্যালয়ে আশ্রয় গ্রহণ করেন। তখন বিএনপির নেতাকর্মীরা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। ওসি আরও জানান, ইউপি চেয়ারম্যানকে সন্ধ্যার পর ব্যাংক থেকে উদ্ধার করে হেফাজতে আনা হয়েছে। পরবর্তীতে তাকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ আলম মিঞা বলেন, তিনি (সৈয়দ মজিবুল ইসলাম টুকু) একটি মামলার আসামি। তাই তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার মোটরসাইকেল অগ্নিসংযোগ করার কোন বিষয়ে আমার জানা নেই।