পোকখালি, নাইক্যন্দিয়া ও চৌফলদন্ডি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচন ৪ ডিসেম্বর। আগামী ১৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আপিল শুনানি ও নিষ্পত্তি। এদিকে এ নির্বাচনের সদস্য তালিকা তদন্ত সাপেক্ষে যাচাই-বাছাইয়ের দাবি উঠেছে। তালিকা হালনাগাদ করে মৃত্যু, প্রবাসী, দুর্নীতি বা অন্যান্য সদস্যদের বিধি মতে সমবায় সমিতির আইন মোতাবেক নির্বাচনের ব্যবস্থা করার আবেদন জানিয়েছে ভুক্তভোগীরা । আবেদনের সৎ ও যোগ্য প্রার্থীদের কে সেবা করার সুযোগ দানের জোর দাবি তোলা হয়েছে। এতে বলা হয়েছে বিগত কমিটির কোন সদস্য আসন্ন নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকতে পারবে না। প্রয়োজনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতির সাথে সমন্বয় করে বাহিরের গ্রহণযোগ্য সুশীল সমাজের কোন ব্যক্তিকে নির্বাচন পরিচালনার সদস্য মনোনীত করতে হবে। ঈদগাঁও উপজেলা সমবায় কর্মকর্তার নিকট এ ধরনের একটি আবেদন দাখিল করা হয়েছে। আবেদনে স্বাক্ষর করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার সভাপতি মাওলানা শামসুল হক আজিজী। ১৮ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ। ১৯ নভেম্বর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন পত্র প্রত্যাহার।