শুক্রবার সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার ঝিকরগাছা মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি প্রোগ্রামের ২০২৪ সালের ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক সেখ সোহেল আহমেদ এবং উপ আঞ্চলিক পরিচালক মোহাঃ আব্দুল হান্নান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় যশোরের ঝিকরগাছা মহিলা কলেজ টিউটোরিয়াল কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঝিকরগাছা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং টিউটোরিয়াল কেন্দ্রের সমন্বয়কারী মোঃ ইলিয়াস উদ্দীন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন - বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যশোরের আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদ এবং উপ আঞ্চলিক পরিচালক মোহা আব্দুল হান্নান। এছাড়া কলেজের টিউটর সহকারী অধ্যাপক আমিনুর রহমান পিন্টু এবং জাহাঙ্গীর কবীর বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় এতোদঞ্চলের মধ্যে একমাত্র জিপিএ ৫ প্রাপ্ত জেসমিন খাতুনকে পুরস্কৃত করা হয়। এ কলেজ কেন্দ্রে যেকোনো বয়সের শিক্ষার্থীরা এইচএসসি এবং বিএ বিএসএস ক্লাসে ভর্তি হতে পারেন।