আশাশুনিতে রূপান্তরের উদ্যোগে উপজেলা পর্যায়ে যুব ফোরাম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের সুন্দরবন ম্যানগ্রোভ বনের দুষণ হ্রাস এবং এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন অঞ্চলের পরিবেশের উন্নতি প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবেরআলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ ও আশাশুনি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের সার্বিক দিক নিয়ে সচিত্র আলোচনা উপস্থাপন করেন, প্রজেক্ট অফিসার গোলাম কিবরিয়া ও মনিটরিং অফিসার দীপ সাহা।
সভায় পলিথিন ও প্লাস্টিকের ব্যবহারে সুন্দরবন ও এখানে বিদ্যমান জীব বৈচিত্রের সংরক্ষনের বিষয় ও উপায় নিয়ে আলোচনা করা হয়। পলিথিন ও প্লাস্টিকের অপব্যবহারের কারণে ফলজ ও বনজ প্রাণীর স্বাভাবিক বেড়ে ওঠা বাধাগ্রস্থতা হচ্ছে। নদী-খালের মাছ ও অন্যান্য জলজ প্রাণীর শরীরে প্লাস্টিক জাতীয় উপাদান পাওয়া যাচ্ছে। নদীর তলদেশ ভরাট ও পানির ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। মাইক্রো প্লাস্টিক সংক্রমিত মাছ খেয়ে আমাদের লিভার ও কিডনি ক্ষতিগ্রস্থ হচ্ছে। এসব ক্ষতি ও প্রভাব থেকে মুক্তির জন্য ইম্প্যাক্ট জোনের জনসংখ্যাকে সুন্দরবনের ম্যানগ্রোভ বনের দুষণ এবং এর সাথে সম্পর্কিত জীব বৈচিত্রের নেতিবাচক ফলাফলের প্রতি সংবেদনশীল করে তোলার লক্ষ্যে রূপান্তর কাজ করে আসছে। এজন্য যুব ফোরামের কার্যকরী ভূমিকা ও দায়িত্বশীলতার সাথে কাজ করতে গড়ে তুলতে প্রয়োজনীতা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।