বাগেরহাটের শরণখোলায় বাজার নিয়ন্ত্রন ও অনিয়ম প্রতিরোধে প্রশাসনের একেরপর এক অভিযান অব্যহত রয়েছে। শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ও শরণখোলা সেনা ক্যাম্প ইনচার্জ ক্যাপটেন মুহাইমিন ও পলিশ যৌথ ভাবে অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১১ ব্যবসায়ীকে ৫০ হাজার ৫’শ টাকা অর্থদন্ড করেছে। পরবর্তিতে কোনো অনিয়ম না করার জন্য ব্যবসায়ীদের কাছ থেকে মুসলেকা নেয়া হয়। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাসপাতালের সম্মুখে বিভিন্ন ফার্মেসী ও অন্যান্য দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, উপজেলার রায়েন্দা বাজারের ঔষধের ফার্মেসীর মালিকরা ডাক্তারদের স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ও ভ্যাজাল ঔষধ বিক্রি করছে এমন গোপন সংবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনি, পুলিশ ও জেলা ঔষধ প্রশাসনের সমন¦য় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শরণখোলা প্রেসক্লাব থেকে পাঁচরাস্তা পর্যন্ত বিভিন্ন ফার্মেসী ও রাস্তার পাশে গ্যাস সিলিন্ডার বিক্রির দোকান সহ মোট ১১ টি প্রতিষ্ঠান কে ৫০ হাজার ৫’শ টাকা অর্থদন্ড দেয়া হয়। অপর দিকে বুধবার বেলা ১১ টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলা সদর রায়েন্দা বাজারের পাঁচ রাস্তায় অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা, মূল্য তালিকা থেকেশ দামে মালামাল বিক্রি করার অপরাধে ৩ জন ব্যবসায়ীতে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ বলেন, মেয়াদোত্তীর্ণ ঔষধ, ট্রেড লাইসেন্স না থাকায় ঔষধ ও পেট্রোলিয়াম আইন ও ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় তাদের কে অর্থ দন্ডে দন্ডিত করা হয়। এ ছাড়া ভবিষ্যতে আর এ ধরনের অপরাধে জড়িত হবেন না মর্মে মুসলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ঔষধ প্রশাসন কার্যালয়ের তত্তাবধায়ক দোলেনা খানম।