কুঁচকির চোটে আগামী ২০২৫ সালের জানুয়ারি মাস পর্যন্ত মাঠের বাইরে থাকতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিডিকে। ফলে আসন্ন শ্রীলঙ্কা এবং পাকিস্তান সিরিজে খেলা হচ্ছে না তার। সর্বশেষ গত মাসে আবুধাবিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন লুঙ্গি এনগিডি। এরপর তার শারীরিক অবস্থা যাচাই করা হয়েছে। স্ক্যান রিপোর্টে কুঁচকির চোট সম্পর্কে ধারণা পাওয়া গেছে। এখন থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন লুঙ্গি। জানুয়ারির কোনো এক সময় খেলায় ফিরতে পারবেন বলে আপাতত ধারণা করা যাচ্ছে। এছাড়া প্রোটিয়া শিবিরের আরেক চোটগ্রস্ত ক্রিকেটার টেম্বা বাভুমা ধীরে ধীরে সেরে উঠছেন। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাভুমার খেলা নিয়ে যদিও শঙ্কা রয়েছে এখনও। তিনি খেলতে না পারলে দলকে নেতৃত্ব দিবেন এইডেন মারক্রাম। সর্বশেষ বাংলাদেশ সফরের দুই টেস্টেও খেলতে পারেননি বাভুমা। মারক্রামের নেতৃত্বে ২-০ ব্যবধানে টাইগারদের হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা। বাভুমাও চোট পেয়েছেন সর্বশেষ আয়ারল্যান্ড সিরিজে। গত বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হওয়ার পর থেকে ১০ টেস্টের মধ্যে কেবল ৫টিতে দলকে নেতৃত্ব দিতে পেরেছেন বাভুমা। এছাড়া চলমান আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ৮ টেস্টের মধ্যে ৩ টেস্টে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন বাভুমা, ব্যাট করতে পেরেছেন ২ ম্যাচে। সর্বশেষ ৩ বছর ধরে অবশ্য টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে বেশি রানের মালিক বাভুমা। অধিনায়ক হিসেবে বাভুমার বদলি হিসেবে ভালোই করছেন মারক্রাম। তবে সর্বশেষ ৬ ইনিংসে ব্যাট হাতে ৩৩ এর বেশি রান করতে পারেননি তিনি। ওপেনিংয়ে মারক্রামের সাথে সর্বশেষ বাংলাদেশ সিরিজে জুটি বেঁধেছিলেন রায়ান রিকেলটন।