১৫ নভেম্বর ২০০৭ সালে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডরে দক্ষিণাঞ্চলের বরগুনা জেলায় ১৩৪৫ মানুষ নিহত হয়। হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ঝড় জলচ্ছাসে ব্যাপক জমির ফসল নষ্ট হয়ে যায়। আজ শুক্রবার ১৭ তম বছর। সিডর দিবস উপলক্ষে বরগুনা প্রেসক্লাব প্রতিবছরের ন্যায় এ বছরও সিডরে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করছে। সে উপলক্ষ্যে শুক্রবার সকার ৯টায় সদর উপজেলার গর্জন বুনিয়ায় অবস্থিত সিডর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। উক্ত অনুষ্ঠানে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, ১০ নং নলটোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কেএম শফিকুজ্জামান মাহফুজ উপস্থিত থাকবেন।