চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টায় টানটান উত্তেজনাপূর্ণ এক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারিয়েছে ভারত। হাইস্কোরিং ম্যাচটা শেষ ভাগে গিয়ে দারুণ জমে উঠেছিল। শেষমেশ ১১ রানের জয়ে শেষ হাসি হেসেছে টিম ইন্ডিয়া, সিরিজেও এগিয়ে গেছে ২-১ ব্যবধানে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টসে জিতে আগে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার সাঞ্জু স্যামসনের উইকেট হারায় ভারত। এরপর জুটি বাঁধেন অভিষেক শর্মা এবং তিলক ভার্মা। দুজনের জুটিতে ভর করে এগোতে থাকে ভারতের ইনিংস। পাওয়ারপ্লের ৬ ওভারে স্যামসনের উইকেট হারিয়ে ৭০ রান তোলে টিম ইন্ডিয়া। পাওয়ারপ্লে শেষেও চলেছে অভিষেক এবং তিলকের তাণ্ডব। ফিফটি ছুঁয়ে ফেলেন অভিষেক। থেমেছেনও ফিফটির পরেই। ২৫ বলে ৫০ রানের ইনিংস খেলে দলের ১০৭ রানের মাথায় সাজঘরে ফিরে যান অভিষেক। তিলক অবশ্য টিকে ছিলেন। ৩২ বলে ফিফটি ছুঁয়েছেন। ফিফটির পর বাড়িয়েছেন রানের গতি। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে এগোতে থাকেন সেঞ্চুরির দিকে। দলের রানও বাড়াতে থাকেন। এক প্রান্তে তিলক ঠিকই আগ্রাসী ব্যাটিং চালাচ্ছিলেন। তবে আরেক প্রান্তে কেউ খুব একটা আলো ছড়াতে পারছিলেন না। অধিনায়ক সূর্যকুমার যাদব বিদায় নেন ৪ বলে ১ রান করে। ১৬ বলে ১৮ রানের ইনিংস খেলে আউট হন হার্দিক পান্ডিয়া। তিলক ঠিকই এক প্রান্ত আগলে তাণ্ডব চালাতে থাকেন। ধীরে ধীরে চলে যান সেঞ্চুরির অনেক কাছে। দারুণ কার্যকরী ব্যাটিংয়ে ছুঁয়ে ফেলেন সেঞ্চুরিও। একদম শেষ পর্যন্ত টিকে থেকে ৫৬ বলে ১০৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিলক। এছাড়া ১৩ বলে ৮ রান করেন রিঙ্কু সিং। ৬ বলে ১৫ রানের ইনিংস খেলেন রামানদ্বীপ সিং। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ২১৯ রানের পুঁজি দাঁড় করায় ভারত। দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট শিকার করেন আন্দিলে সিমিলেইন এবং কেশব মহারাজ। ১ উইকেট তোলেন মার্কো ইয়ানসেন। জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের পর নেমেছিল বৃষ্টি। পরে বৃষ্টি থামলে আবার শুরু হয় খেলা। উদ্বোধনী জুটি থেকে রান আসে ২৭। ১৫ বলে ২০ রান করে আউট হন রায়ান রিকেলটন। আরেক ওপেনার রেজা হেনড্রিক্স আউট হয়েছেন দলের ৪৭ রানের মাথাতে। ১৩ বলে খেলেছেন ২১ রানের ইনিংস। পাওয়ারপ্লের ৬ ওভারে দুই ওপেনারের উইকেট হারিয়ে ৫৫ রান তোলে দক্ষিণ আফ্রিকা। তিনে নেমে অধিনায়ক এইডেন মারক্রাম এগিয়েছেন সাবলীল ব্যাটিংয়ে। চারে নামা ত্রিস্টান স্টাবস অবশ্য বেশি দূর আগাতে পারেননি। ১২ বলে করেছেন ১২ রান। মারক্রাম ভালো শুরু পেলেও কাটা পড়েছেন ১৮ বলে ২৯ রান করে, দলের বোর্ডে তখন ৮৪ রান। মারক্রামের বিদায়ের পর রানের গতি কমে আসে দক্ষিণ আফ্রিকার। হেইনরিখ ক্লাসেন এক প্রান্ত ধরে খেলেছেন। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে হাঁকিয়েছেন বেশ কিছু বাউন্ডারিও। আগ্রাসী ব্যাটিংয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন ক্লাসেন। তবে সেই আশা জয়ের বন্দরে নিয়ে যেতে পারেনি দলকে। ২২ বলে ৪১ রানের ইনিংস খেলে দলের ১৬৭ রানের মাথাতে বিদায় নেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার জয়ের সম্ভাবনার শেষও অনেকেই সেখানেই ধরে নেন। তবে খেলা তখনও বাকি ছিল। ইনিংসের শেষ ভাগে ব্যাট হাতে যেন সুপারসনিক প্লেনে চেপে বসেন মার্কো ইয়ানসেন। ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তিনি। অবিশ্বাস্য ব্যাটিংয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ইয়ানসেন। দলও চলে যাচ্ছিল লক্ষ্যের কাছাকাছি। মাত্র ১৬ বলেই ফিফটি ছুঁয়ে ফেলেন ইয়ানসেন। শেষ ওভারে দরকার ছিল ২৫ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে ইয়ানসেনকে স্ট্রাইক দেন জেরাল্ড কোয়েটজি। পরের বলেই ছক্কা হাঁকান ইয়ানসেন। ৪ বলে ১৮ দরকার। তখনও আশা বেঁচে ছিল। তবে পরের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান ইয়ানসেন। শেষমেশ ২০ ওভারের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ২০৮ রান তুলতে পারে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটা ১১ রানে জিতে নেয় ভারত। টিম ইন্ডিয়ার হয়ে ৩ উইকেট শিকার করেন আরশদীপ সিং। ২ উইকেট নেন বরুণ চক্রবর্তী। ১টি করে উইকেট তোলেন হার্দিক পান্ডিয়া এবং অক্ষর প্যাটেল। চার ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।