দিনাজপুরের চিরিরবন্দরে ৩ দিন ব্যাপী ৫ম কাব ক্যাম্পুরী এর উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা স্কাউটস এর আয়োজনে ৩ দিন ব্যাপী ৫ম কাব ক্যাম্পুরী এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি এ কে এম শরীফুল হক। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউটস এর সহ সভাপতি মিনারা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা মাধ্যামিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহী, স্কাউটস এর উপজেলা কমিশনার মাহাতাব উদ্দিন সরকার, সহকারি কমিশনার আলহাজ¦ মোঃ ইউসুফ আলী ও মোরশেদ উল আলম, স্কাউট লিডার ইমরুন নাহার এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্কাউটস সম্পাদক মোঃ লুৎফর রহমান। এসময় উপজেলার ৪২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কাব স্কাউটস এর শিক্ষার্থীরাসহ ইউনিট লিডার, স্কাউটস কর্মকর্তাবৃন্দ, স্কাউটস সদস্যবৃন্দ, রোভার স্কাউটস সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।