দিনাজপুরের চিরিরবন্দরে নমুনা শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে। গতকাল ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে আব্দুলপুর ইউনিয়নের জনৈক মাজেদুর রহমানের ধান ক্ষেতে পার্টনার প্রকল্পের আওতায় ২ একর প্রদর্শনীর ধান ক্রপ কাটিং এর উদ্বোধন করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা শারমিন। উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন ব্রি-ধান ১০৩ স্বল্প জীবনকালীন রোপা ধানের সবচেয়ে আধুনিক জাত। এ ধান চাষ করেই সহজে সরিষা বা আলু আবাদ করা যায়। এ চিকন ধান গাছ লম্বা হলেও অল্প বাতাসে হেলে পড়েনা। প্রতি হেক্টরে এর ফলন হয় ৬ থেকে ৭ মেঃটন। কৃষকগণ বর্তমানে এ ধান চাষে বেশ আগ্রহী। এসময় চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফয়েজ হাসান, খাদেমুল ইসলাম, লাবনী আকতার, মিনহাজুল ইসলাম নবাব, রত্নাকর রায়, রহমত আলী, দীনেশ চন্দ্র রায়সহ কৃষি অফিসের কর্মকর্তা ও কৃষকগণ উপস্থিত ছিলেন।