টাঙ্গাইলের দেলদুয়ারে ২০২৪-২৫ অর্থ বছরের রবি মৌসুমের গম, সরিষা, ধান, সূর্যমূখী, শীত কালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর ও খেসারি প্রনোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে কর্মসূচির উদ্ভোধন করা হয়। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান উপস্থিত ছিলেন। এ বছর সরকারি প্রনোদনার আওতায় উপজেলার ৬ হাজার ৪শ’ ৬৫ জন কৃষককে সার ও বীজ সরবরাহ করা হবে।