ইসলামী বিশ্ববিদ্যালয়ে সামাজিক স্বেচ্ছাসেবামূলক সংগঠন তারুণ্য’র বার্ষিক ক্রীড়া উৎসব উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু করে দিনব্যাপী তারুণ্যের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে উৎসবটি উদযাপন করা হয়। ৎসবের শুরুতেই ছেলেদের জন্য ২ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়। এরপর ছিল টিপ পরানো, সুঁই-সুতা খেলা, ট্রেজার হান্ট, মোমবাতি প্রজ্জ্বলন, টার্গেট শট, তিন পায়ে দৌড়, পিলো পাসিং এবং ফুটবল ম্যাচের মতো নানা খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারুণ্য সংগঠনটির সভাপতি মোঃ আমিনুল ইসলাম, ১২তম সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রুমা খাতুন, সি.আর.সি'র সদ্য সাবেক সভাপতি মোঃ শাহীদ কাওসার এবং তারুণ্যের বর্তমান সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান ও প্রবীণ সদস্যরা। সংগঠনের সভাপতি মোঃ আমিনুল ইসলাম বলেন, “সদস্যদের স্বেচ্ছাসেবামূলক কাজের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে এবং পারস্পরিক সুসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়ে থাকে।” প্রসঙ্গত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী এবং জনকল্যাণমূলক সংগঠন তারুণ্য।