জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা নিলেন মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৫ জন কিশোরী শিক্ষার্থীদের এই টিকা দেন স্বাস্থ্য সহকারী আছিয়া খাতুন। এসময় উপস্থিত ছিলেন ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহশিন সিকদার। স্বাস্থ্য সহকারী আছিয়া খাতুন জানান, ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এইচপিভি টিকা নিতে পারবে। টিকা নেওয়ার পর যদি কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়,তাহলে তাৎক্ষণিক ভাবে স্বাস্থ্যকর্মীকে বিষয়টি অবহিত করতে হবে। প্রয়োজনে টিকা গ্রহীতাকে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে বলে জানান এই স্বাস্থ্যকর্মী।