চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সমতলে ক্ষুদ্র-নৃগোষ্ঠী এলাকার বিবিধ সমস্যা সমাধানে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার রহনপুর ইউনিয়ের চাদপুর গ্রামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। বেসরকারী উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় এই সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। রেডিও মহানন্দার টেকনিকাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের সহকারী তথ্য কর্মকর্তা আব্দুল আহাদ, ওই এলাকার মোড়ল রঞ্জিত। সংলাপে উপস্থিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষ তাদের বিভিন্ন সমস্যা কথা তুলেন। তার মধ্যে শ্মশান,পুকুর, রাস্তা, ড্রেন, মন্দির ভিক্তিক শিক্ষা, তথ্য জানার অধিকারসহ বিভিন্ন প্রশ্ন করেন তারা। পরে প্রধান অতিথি নিশাত আনজুম অনন্যা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও সমাধানের আশ্বাস দেন। উল্লখ্য চৎড়সড়ঃরহম ঞযব ঠড়রপব ড়ভ চষধরহষধহফ ঊঃযহরপ গরহড়ৎঃরবং ওহ ঈরারপ ঝঢ়ধপব ঞযড়ঁময ঈড়সসঁহরঃু সবফরধ শীর্ষক প্রকল্পের আওতায় সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে ক্ষমতায়ন, তাদের জীবন জীবিকা বৃদ্ধি, সংস্কৃতি সংরক্ষণ ও কমিউনিটি মিডিয়ার সঙ্গে অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের উদ্দেশ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।