এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে' উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্হা সন্ত্রাস ও মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মানে ও সাধারণ ছাত্র-ছাত্রীদের আকাংখাকে ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামাগত পরিবর্তনের লক্ষ্যে দেশ নায়ক তারেক রহমানের বার্তা নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহেদ হাসান বৃহস্পতিবার সকালে ডুমুরিয়ার সরকারি শাহাপুর-মধুগ্রাম ডিগ্রী কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীদর সাথে মত বিনিময় করেন। এ সময় নেতৃবৃন্দ দেশনায়ক তারেক রহমানের আগামীর রাষ্ট্র গঠনের ৩১ দফা সম্বলিত বুকলেট, ফুলেল শুভেছা, শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী সাধারণ ছাত্র-ছাত্রীদর উপহার দেন এবং কলেজ আঙ্গিনায় গাছের চারা রোপন করেন। এ সময় আরো উপস্হিত ছিলেন জেলা ছাত্র ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ মাহামুদ আদল,সাবেক ছাত্রদল নেতা হাফিজুর রহমান সাগর,অনিক আহম্মেদ, জাহিদুল ইসলাম,আরিফুজ্জামান,মোঃ ইমরান হোসেন,কে,এম আরিফুজ্জামান, মোঃ ইমরান হোসেন সৌরভ,বাপ্পি,ইয়াসিন মোল্যা,নাজমুস সাকিব,শাহরিয়ার,রিয়াজ,নাসিম,হোসাইন,মফিজ,সোহান প্রমূখ।সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্র দলের আহ্বায়ক সোয়েব আকতার।অনুষ্ঠান সঞ্চালনা করেন মুকিব আকুঞ্জি।