চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা বলেছেন চট্টগ্রামের লাইফ লাইন হিসাবে খ্যাত হালদা নদী রক্ষায় সন্মিলিত উদ্যোগ প্রয়েজন।চট্টগ্রাম মহানগরীতে বসবাস রত লক্ষ লক্ষ মানুষের নিরাপদ পানির সংস্থান করে এই হালদা নদী। তাই হালদা নদী মায়ের ভূমিকা পালন করে থাকে। পেশাগত দায়িত্ব পালনের নানা ব্যস্ততার মাধ্যমে বিবেকের তারনায় হালদার এই কর্মসূচিতে উপস্থিত হতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন বলে উল্লেখ করেন। গতকাল বৃহস্পতিবার হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র সুরক্ষা সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ক স্টেক হোল্ডারদের অবহিতকরন ওয়ার্কশপ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন হালদা নদীর অনেক বৈশিষ্ট্য রয়েছে যার জন্য এই নদীকে হেরিটেজ ঘোষণা করা হয়েছে। এই নদী দেশের গর্ব। দেশের ৬৪ জেলার ৬৪ নদীকে দূষণ মুক্ত করার সিদ্ধান্ত গ্রহন করেছে সরকার। জনস্বার্থের কথা বিবেচনা করে হালদা নদীকে দূষণ মুক্ত করার জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। হালদা বাচঁলে চট্টগ্রাম তথা হালদা পাড়ের মানুষ বাচঁবে। তাই দেশের এই সম্পদ যে কোন কিছুর বিনিময়ে রক্ষা করা প্রশাসনসহ প্রত্যেকের নৈতিক দায়িত্ব। তিনি হালদা নদী সুরক্ষার জন্য বিভাগীয় কমিশনার দপ্তর থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বলে ও উল্লেখ করেন। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্হাপনা প্রকল্প (২য় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম এই ওয়ার্কশপের আয়োজন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের মৎস্য অধিদপ্তরের উপ- পরিচালক, কুমিল্লা মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ডঃ মঞ্জুরুল কিবরিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন কৃষি বিভাগ চট্টগ্রামের উপ- পরিচালক কৃষিবিদ আতিকুল্ল্যা হ, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহীন বাদশা। গনমাধ্যাম কর্মীদের পক্ষে বক্তব্য রাখেন হাটহাজারীর পক্ষে সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, ফটিকছড়ির পক্ষে মোঃ সালাউদ্দিন রেজা। মৎস্য চাষী ও ডিম সংগ্রহকারীদের পক্ষে বক্তব্য রাখেন মোহাম্মদ ইলিয়াস, কামাল উদ্দীন সওদাগর, মোঃ শফিউল আলম, কামাল হোসেন, মোঃ আকবর আলী, ইউসুফ আরাফাত এ সাদ মোহাম্মদ কায়সার। প্রকল্প বিষয় ধারনা উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম। জেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ করেন যথাক্রমে মাওলানা সাইফুল ইসলাম, লিংকন চৌধুরী ও কেশব কুমার বড়ুয়া। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিন ও উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ আল মামুন সিকদার, গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন খোরশেদ আলম শিমুল, বোরহান উদ্দিন ও সুমন পল্লব। সভায় হালদা নদী থেকে ডিম সংগ্রহকারী ও গনমাধ্যম কর্মীরা হালদা নদী সুরক্ষায় হালদা পাড়ে হালদা গবেষণাগার স্হাপন, পলিথিন বন্ধ করা, ভূজপুর রাবার ডেম অপসারণ, হালদা নদীর সংযুক্ত বিভিন্ন শাখা খালের সুইস গেইট সম্প্রসারন, নদী দূষণ রোধ, দোষিত বৈজ্য যাতে নদী দূষণ করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্হা গ্রহন, মাছ চোরদের আইনের আওতায় আনা, ইঞ্জিন চালিত নৌযান বন্ধ, নদী ভরাট রোধ করতে ম্যানূয়েলী বালু উত্তোলন, নদীর কুম যাতে ভরাট করা না হয় সেই বিষয় সজাগ থাকতে হবে। জনসচেতনতা বৃদ্ধি করার জন্য হালদা পাড়ের বাসিন্দাদের নিয়ে সচেতনতা মুলক সভা করা, হালদা সংলগ্ন পুকুর সংস্কার ও খনন করা, ডিম আহরন কারীদের সরকারি পৃষ্ঠাপোষকতা প্রদান। হালদা নির্ভর জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্হা করাসহ বিভিন্ন প্রস্তাবনা প্রদান করা হয়।