বাগেরহাটের মোল্লাহাটে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে পোনা মাছ অবমুক্ত করণ যেন, শুভঙ্করের ফাঁকি বলে অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের দীঘির পানিতে কার্প জাতীয় ও দেশীয় পোনা মাছ অবমুক্তকরণ কালে ওজনে ফাঁকির বিষয় নজরে পড়া এবং জানাজানির পর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মুখে মুখে এ অভিযোগ উঠেছে। বিভিন্ন শ্রেণী পেশার অনেকে জানান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে নাম মাত্র পোনা মাছ অবমুক্ত করা হয়, অধিকাংশ ক্ষেত্রে কোন প্রকার ওজন না করে বেশি পরিমাণে পানি ও অল্প কিছু মাছ ছাড়া হয়, যা শুভঙ্করের ফাঁকি। অতীতের ভাবধারায় সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উপজেলা পরিষদের দীঘির পানিতে কার্প জাতীয় ও দেশীয় পোনা মাছ মেশিনের সাহায্যে ওজনের মাধ্যমে অবমুক্তকরণ শুরু হয়। তখন পরিমাণে দেখতে কম অথচ ওজনে বেশি হওয়ায় আনা হয় অন্য মেশিন। এরপর দেখা যায় প্রায় অর্ধেক ফাঁকি। অর্থাৎ ১৬ কেজি মাছ সঠিক মেশিনে মাত্র সাড়ে ৯ কেজি হয়। প্রকাশ্য এ ঘটনায় মৎস্য পোনা সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে বরং বিষয়টি এড়িয়ে যান সংশ্লিষ্টরা। দীর্ঘ দিনের অনিয়ম, দুর্নীতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভ্যাস ভুলতে না পারায় এমনটি করা হয়েছে বলেও উল্লেখ করেন অনেকে। এছাড়া একাধিক প্রকল্পের কোটি কোটি টাকার কাজ কাগজ পত্রে সম্পাদন করলেও বাস্তবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এবিষয়ে অনুসন্ধান পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এসংক্রান্ত খোঁজখবর নেয়ায় ওই পোনা মাছ সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর পরিচয়ে ০১৬৭৩০০৬৯৩৭ নং মোবাইল থেকে আসাদুজ্জামান মামুন নামে এক ব্যক্তি বলেন, ওজন মেশিনে সমাস্যা হতে পারে, এটা খুবই স্বাভাবিক। এছাড়া সংবাদ প্রকাশ না করার অনুরোধে এই প্রতিবেদকের কাছে অন্যান্য সাংবাদিকদের ম্যানেজ করার প্রস্তাবও দেন তিনি। উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার জামাল উদ্দিন জানান, ওই সময় তিনি উপস্থিত ছিলেন, মাছ ওজনে কম দেয়ার ঘটনা ওই প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত লজ্জাজনক। এর প্রতিকার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। পজেলা নিবার্হী কর্মকর্তা হরেকৃষ্ণ অধিকারী বলেন, তিনি উপস্থিত ছিলেন এবং ওজনে কম দেয়ার বিষয়ে মৎস্য কর্মকর্তার কাছে জবাব চেয়েছেন। এবিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুস সালাম বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫০ কেজি কার্পজাতীয় ও ১২০ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ উপজেলার দীঘিসহ পুকুরে অবমুক্ত করার সিদ্ধান্ত হয়। মোট দুই লাখ টাকায় উক্ত পোনা মাছ সরবরাহের জন্য খুলনা মৎস্যবীজ উৎপাদন খামারের সাথে চুক্তি হয়। ওই খামার থেকে অন্য লোকের মাধ্যমে পোনা মাছ ও ওজন পরিমাপের মেশিন আসে। কিছু মাছ ওই মেশিনে ওজন করে অবমুক্ত করা হয়। এরপর উপস্থিত সকলের সন্দেহ হলে অন্য মেশিন এনে পরিমাপ করে নেয়া হয়। এছাড়া যে পোনা আগে অবমুক্ত করা হয়েছিল তাও সঠিক মেশিনের ওজনের হিসাবে সমন্বয় করা হয়।