চাঁদপুর শহর এলাকা থেকে ০১টি রামদা, ০১টি চাইনিজ কুড়াল ও ০১টি চাপাতি'সহ ০৩ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ১৪ নভেম্বর রাতেঅফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানার নির্দেশে, এসআই(নিঃ) একরামুল হক এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ চাঁদপুর সদর থানাধীন নতুন বাজার সিএসডি গোডাউনের সামনে পাকা রাস্তার উপর হতে কতিপয় কিশোর গ্যাং এর সদস্যরা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকার লোকজনদের মধ্যে ভয়ভীতি ও ত্রাসের রাজত্ব কায়েম করে আতংক সৃষ্টি করার সময়ে মোঃ তামিম(১৭) পিতা-মোঃ ইউসুফ, স্থায়ী: গ্রাম- রঘুনাথপুর (কাশেম পাটোয়ারীর বাড়ী, ওয়ার্ড নং-০৫, চাঁদপুর পৌরসভা) , থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, ২. মোঃ সানজিদ(১৭) পিতা-মোঃ সেলিম, স্থায়ী: (রহমতপুর কলোনী, মাস্তান বাড়ী, ১০নং পৌর ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা) , থানা- চাঁদপুর সদর, জেলা -চাঁদপুর, ৩. মোঃ মাঈন উদ্দিন(১৬), পিতা-জালাল শেখ, স্থায়ী: গ্রাম- বালিয়া (শেখ বাড়ী, বর্তমান সাং-রহমতপুর কলোনী, ১০০নং বাসা, ১০নং পৌর ওয়ার্ড, চাঁদপুর পৌরসভা) , থানা- চাঁদপুর সদর, জেলা-চাঁদপুরদেরকে আটক করা হয় এবং কতিপয় আসামীরা দৌড়ে পালিয়ে যায়।
আটক করাকালীন সময়ে মোঃ তামিম (১৭) এর হেফাজত হতে ০১টি লোহার তৈরী রামদা, মোঃ সানজিদ (১৭) এর হেফাজত হতে ০১ টি চাইনিজ কোড়াল ও মোঃ মাঈন উদ্দিন (১৬) হেফাজত হতে ০১টি স্টীলের তৈরী চাপাতি উদ্ধার পূর্বক জব্দ করেন। ধৃত আইনের সহিত সংঘাতে জড়িত শিশু সহ পলাতক ১। মোঃ সাইফুল (১৭), পিতা-অজ্ঞাত, সাং-রঘুনাথপুর, শেখ বাড়ী, ওয়ার্ড নং-০৫, চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর , ২। মোঃ মাহি (১৬), পিতা-অজ্ঞাত, সাং-পালপাড়া ব্রিজের গোড়ায়, থানা ও জেলা-চাঁদপুর, ৩। মোঃ রাসেল (১৫), পিতা-অজ্ঞাত, সাং-রঘুনাথপুর, ওয়ার্ড নং-০৫, চাঁদপুর পৌরসভা, থানা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ৪। মোঃ সাকিবুল (১৭), পিতা-অজ্ঞাত, সাং-বাগাদী চৌরাস্তা, থানা ও জেলা-চাঁদপুর, ৫। মোঃ ইয়াছিন (১৭) পিতা-অজ্ঞাত, সাং-রহমতপুর কলোনী, ওয়ার্ড নং-১০, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুর, ৬। মোঃ বোরহান (১৬), পিতা-অজ্ঞাত, সাং-বঙ্গবন্ধু সড়ক, ওয়ার্ড নং-১২, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুর, ৭। মোঃ লিজন (১৬), পিতা-অজ্ঞাত, সাং-রহমতপুর কলোনী, ওয়ার্ড নং-১০, চাঁদপুর পৌরসভা, থানা ও জেলা-চাঁদপুর সহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানার ,এফআইআর নং-৩১, তারিখ- ১৪ নভেম্বর ২০২৪; জি আর নং-৬৯৮, তারিখ- ১৪ নভেম্বর ২০২৪; ধারা- ৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২; রুজু করে উক্ত আইনের সহিত জড়িত শিশুদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।