সৈয়দপুরের ক্লোড স্টোরেজগুলোতে পর্যাপ্ত আলু মজুদ থাকার খবর পাওয়া গেছে। তাছাড়া বাজারে আলু সরবরাহেরও কোন ঘাটতি নেই। তবুও কেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আলুর দাম। মনে হয় আলু নিয়ে শুরু হয়েছে তেলেসমাতি কারবার। তাই বাজারে আলুর দাম কেন এতো বাড়ছে সরকারের নজর দেয়া অতীব প্রয়োজন বলে মনে করছেন সাধারণ মানুষ। বাজারে গেলে দেখা যায় আলু ব্যবসায়িরা অনেকটা নিজের ইচ্ছে মত দাম হাঁকছেন। যেন দেখার বা বলার কেউ নেই। তবে এ অবস্থায় পোয়াবারো আড়তদারদের। তাদের মাধ্যমেই দাম ঠিক হয়ে থাকে আলু, পেঁয়াজ, মরিচ, আদা, রসুনসহ অন্যান্য সবজির। অভিযোগ রয়েছে গৃহস্থরা বাজারে এসে সরাসরি আলু বা অন্যান্য সবজি নিজে বিক্রি করতে পারে না। বলা যায় তাদের বিক্রি করতে দেয়া হয় না। এখানেও কাজ করে আড়তদার সিন্ডিকেট। তাদের সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে,তাদের হাত হয়েই বাজারে যেতে হয় গৃহস্থদের। কোনো গৃহস্থ সবজি নিয়ে এলেই আড়তদারের লোকজন টানাহ্যাচরা করে নিয়ে যায় আড়তে। সেখান থেকে দর কেটে নিয়ে শুরু বিক্রি। সৈয়দপুর উপজেলার সবচেয়ে বড় কাঁচা সবজি বাজার রেলওয়ে গেট বাজার ও আধুনিক পৌর সবজী বাজার একই অবস্থা মাছের আড়ত থেকে শুরু করে মরিচ,পিঁয়াজ, আদা, রসুন সব আড়তেই। আগে আড়তদারদের ঘরে তুলতে হয় পণ্য। বিনা পুঁজিতে বাড়ি থেকে আসা আড়তদারদের চৌতুর কারসাজির পর তাদের বেঁধে দেয়া দামেই আলু,মরিচ,পিঁয়াজ, আদা, রসুন কিনে তার পর খুচরা বাজারে বিক্রির অনুমতি মেলে খুচরা ব্যসায়ীদের। এভাবে বাজার নিয়ন্ত্রণ করে মাত্র কয়েক ঘন্টায় মথুয়া ভর্তি করে আড়তদারদের ঘরে ফেরা। এযেন মাছের তেলে মাছ ভাজা। ক্রেতা বিক্রেতাদের অভিমত, আড়তদারদের এ কারসাজি বন্ধ করা না গেলে বাজারের অস্থিরতা থেকেই যাবে। গতকাল সৈয়দপুর আধুনিক পৌর সবজী বাজারে কার্টিনাল দেশী আলু ৭৫ থেকে ৮০ টাকায় বিক্রি করতে দেখা যায়। অন্যান্য জাতের আলু বিক্রি হচ্ছে ৬০ টাকা থেকে ৬৫ টাকা কেজি দরে। মরিচের ঝাল কিছুটা কমলেও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। দেশি পেঁয়াজ ১৩৫ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে। একই বাজারে রসুন ২৪০ টাকায় কেজি বিক্রি হচ্ছে,আদা ২২০ টাকা থেকে ২৪০ টাকা, ফুলকপি ৭৫ থেকে ৮০ টাকা,পটল ৭০ টাকা, মুলা ৫৫ টাকা কেজি দরে বিক্রি হলেও সিম বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। অপর দিকে চালের বাজারও অস্থির। প্রকার ভেদে সব ধরনের চালের দাম বেড়েছে কেজিতে ৭ থেকে ৯ টাকা।