স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ে উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বৃহস্পতিবার বরিশাল সফর করেছেন। ওইদিন সড়ক পথে দুপুর বারোটায় তিনি বরিশাল সার্কিট হাউজে এসে পৌঁছেছেন। পরে পুলিশ লাইন্সে গেলে উপদেষ্টাকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। সেখানে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা। সভায়, সপ্তম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন, আইজিপি ময়নুল ইসলাম, বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান সহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একইদিন বিকেলে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা কৃষি তথ্য সার্ভিস বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন।