সংখ্যালঘু পরিবারের প্রায় অর্ধকোটি টাকার জমি জোরপূর্বক লিখে নেওয়াসহ দেশ ছাড়ার হুমকি অব্যাহত রেখেছেন বিএনপি নেতা ও তার সহযোগিরা। এ অভিযোগ এনে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের লক্ষন চন্দ্র মন্ডলের ছেলে খোকন চন্দ্র মন্ডল। তার অভিযোগ. উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু ও তার লোকজনে তাদের পূর্ব পুরুষদের ১২০ শতক জমি (যার আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা) জোরপূর্বক লিখে নিয়ে তাদের দেশ ছাড়া করার জন্য হুমকি অব্যাহত রেখেছেন। এমনকি জমি লিখে নেওয়ার জন্য তার ভাই দুলাল চন্দ্র মন্ডলকে ডেকে নিয়ে মারধর করা হয়েছে। যেকারণে বিএনপি নেতার হুমকির মুখে তিনি নিজ এলাকা ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন্ অভিযোগ অস্বীকার করেছেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চুন্নু বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলবাজি আমার সাথে যায় না। আমার ব্যাপারে আপনাদের তেমন কোনো ধারণা নেই। তিনি আরও বলেন, ওই জমির ফয়সালা করেছিলেন নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী হুমায়ুন কবির। আমি এ ব্যাপারে কিছুই জানিনা।