খুলনায় মাদক ব্যবসায়ীদের হামলায় জেলা গোয়েন্দা পুলিশের ৪ সদস্য আহত হয়েছে। বুধবার রাতে তেরোখাদা উপজেলার আজগড়া আমতলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি টীম আমতলা গ্রামে মাদক উদ্ধার অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা তাদের উপর হামলা চালায়। হামলায় এএসআই মঈন,কনস্টেবল তবিবুর,সোহেল ও শামীম রেজা আহত হয়। আহতদের খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছেন, আবু তাহের, সোহেল মোল্লা ও মফিজুল।