এবার উত্থাপিত ৬ দফা দাবি মানা না হলে মহাসড়ক অবরোধ করে রাজপথ অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন রাজশাহী বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ চলমান অবস্থায় শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি অন্তর্বতী সরকারের কাছে তুলে ধরেন এবং সেগুলো না মানা হলে আরো কঠোর কর্মসূচি দেওয়ার কথা জানান। এর আগে শিক্ষার্থীরা রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) হতে বিক্ষোভ মিছিল বের করে পায়ে হেঁটে এসে সাহেববাজার জিরো পয়েন্টে এসে মিলিত হয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এছাড়াও তারা সড়কে শুয়ে প্রতীকী লাশের উপর লাল সবুজের পতাকা বুকের উপর বিছিয়ে দিয়ে দাবি আদায়ের ¯ে¬াগান দেন। আর রাস্তা অবরোধ করে এমন কর্মসূচী পালনের কারণে নগরীর প্রাণকেন্দ্র সাহেব রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে বাধ্য হয়ে ব্যস্ততম সড়কে আটকে পড়া যানবাহনগুলো ভেতরের অলিগলির রাস্তা দিয়ে চলাচল শুরু করে। কিন্তু তাৎক্ষনিকভাবে সকল অলিগলি দিয়েই আটকা পড়া যানবাহনগুলো ঢুকে পড়ায় বন্ধ হয়ে যায় বের হওয়ার রাস্তা। ফলে ভোগান্তি আরো বাড়ে। যার কবলে পড়ে যথা সময়ে নিজ নিজ গন্তব্যে অধিকাংশরাই পৌছাতে পারেননি বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। এদিকে, বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনরত শিক্ষার্থী আবু সাঈদ বলেন, আমাদের ৬টি দাবি দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি। আমাদের দাবি পুরনের লক্ষ্যে পরিচালিত আন্দোলন সংগ্রামে তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার কোনপ্রকার কর্ণপাত করেনি। তবে আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা সচিবালয়ে আমাদের দাবিগুলো নিয়ে আলোচনা করবেন বলে জেনেছি। আর সেই আলোচনায় ফলাফল দেখার অপেক্ষায় রাজপথে রয়েছি। যদি দাবিগুলো আদায়ের আশ্বাস না পাওয়া যায় তাহলে সারাদেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো। সেই সাথে দাবি না আদায় হওয়া পর্যন্ত রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করে অচল করে দিব। শিক্ষার্থীদের ৬ দফা দাবিগুলো হচ্ছে- স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপে¬ামা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর পদ মর্যাদা) প্রদান করে দ্রুত ডঐঙ-এর আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করা, অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করা, গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৯ম গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরীজীবিদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেটআপ ও নিয়োগবিধিতে অন্তর্ভূক্ত করা, ঢাকা আইএইচটি-কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সকল আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প¬ান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করা, মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপে¬ামা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা, বি ফার্মসহ সকল অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং জ্বলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালুর ব্যবস্থা নেওয়া।