দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সার্বিক সহযোগীতায় উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে "সততা স্টোর"-এর শুভ উদ্বোধন করা হয়। বিৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে গোলাপগঞ্জ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহেন্দ্র নাথ রায় এর সভাপতিত্বে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবু সামা মিয়া (ঠান্ডু) ও সিনিয়র সহ-সভাপতি মাহাবুর রহমান আঙ্গুর। উদ্বোধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সততা স্টোর নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে আবু সামা মিয়া (ঠান্ডু) বলেন, এই স্টোরটি বিশেষভাবে শিক্ষার্থী এবং শিক্ষক সমাজের প্রয়োজনীয়তা বিবেচনা করে প্রতিষ্ঠিত, যেখানে শিক্ষার্থীরা তাদের পাঠ্যবই, স্টেশনারি, স্বাস্থ্যসেবা উপকরণ, শিক্ষা সামগ্রী ও অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য সহজে এবং সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করতে পারবেন। এসব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. আব্দুল মান্নান, সদস্য ইসরাত জাহান, অভিভাবক সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।