কুষ্টিয়ার দৌলতপুরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আব্দুল হাই সিদ্দিকী দৌলতপুর সাব রেজিস্টার অফিসে নানা অনিয়ম, চাঁদাবাজী, দুর্নীতি বন্ধে চাঁদা বাজ দের উদ্দেশ্য কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আজ থেকে দৌলতপুর সাব রেজিস্টার অফিস অন্যান্য অফিস আদালতে চাঁদা বাজদের প্রশ্রয় দেয়া হবে না। তাদের আইনের আওতায় এনে শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইউ এন ও মো: আব্দুল হাই সিদ্দিকী আরো বলেন যতদিন আছি কোন প্রকার চাঁদাবাজিও দুর্নীতি করতে দেয়া হবেনা। গতকাল দুপুরে দৌলতপুর সাব রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজিকে কেন্দ্র করে সহিংস ঘটনার খবর পেয়ে দৌলতপুরের নবাগত ইউ এনও মো: আব্দুল হাই সিদ্দিকী সাব রেজিস্টার অফিসে এসে চাঁদাবাজদের বিরুদ্ধে সতর্ক করে দেন।