বৃহস্পতিবার সকাল আটটার দিকে নিজ বাড়ির উঠানে হাঁসের সাথে খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে মারা গেল দেড় বছরের শিশু পুত্র আয়ান। শিশুটি ঝিকরগাছা পৌর সদরের কীর্তিপুর গ্রামের পিন্টু রহমানের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় বছরের শিশুপুত্র দেড় বছরের আয়ান সকালে বাড়ির উঠানে হাঁসের সাথে খেলা করছিল। এরপর হাঁস গুলো উঠানের পাশের ডোবার পানিতে চলে যায়। অবুঝ শিশু ডোবার ধারে গিয়ে পানিতে পড়ে যায়। এদিকে বাবা-মা শিশু আয়নকে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। এক পর্যায়ে শিশু আয়নকে ডোবার পানিতে ভাসতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার পার্থ সারথী রায় জানান, শিশুটিকে মৃত্যু অবস্থায় সকালে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনা এলাকায় শোর ছায়া নেমে এসেছে।